‘আপনার একটি পাউন্ড বদলে দিতে পারে একটি জীবন, বাঁচাতে পারে একটি জীবন, এমনকি একটি হাসপাতালও তৈরি করতে পারে l গরীব রুগীদের চিকিৎসা সেবায় কমপক্ষে এক পাউন্ডের মাসিক অনুদান প্রদান করে এ মহৎ কাজে অবদান রাখুন এবং ‘ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বিশ্বনাথ’ গঠনে অংশ গ্রহণ করুন,যা থেকে উপকৃত হবেন পুরো সিলেটের রুগীরা’ ওয়ান পাউন্ড হাসপাতাল একটি ব্রিটিশ দাতব্য সংস্থার (১১৬২১৫০ ) এক মহতী উদ্যোগ l
আমাদের সম্পর্কে
ওয়ান পাউন্ড হসপিটাল
ওয়ান পাউন্ড হসপিটাল একটি ব্রিটিশ দাতব্য সংস্থা, যা ইংল্যান্ড এবং ওয়েলস চ্যারিটি কমিশন কর্তৃক নিবন্ধিত এবং নিবন্ধন নম্বর ১১৬২১৫০। দাতব্য সংস্থাটির মূল লক্ষ্য বাংলাদেশের দরিদ্রতম জনগণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা। এই সেবাসমূহ সম্পাদনের জন্য, এই দাতব্য সংস্থা সিলেট জেলার বিশ্বনাথে একটি ব্রিটিশ স্ট্যান্ডার্ড ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তৈরির উদ্যোগ গ্রহণ করেছে । সিলেট বাংলাদেশের উত্তর–পূর্বাঞ্চলের একটি বিভাগীয় শহর, যেখানে ১ কোটি লোকের বসবাস যারা সরাসরি উপকৃত হবেন অনন্তকাল এই প্রতিষ্ঠানের সেবা থেকে।
আমরা কি করি?
স্বাস্থ্যসেবা, দারিদ্র বিমোচন, প্রাকৃতিক দুর্যোগ ,
দুর্বল ও এতিমদের সহায়তায় আমাদের প্রচেষ্টা
একজন পেট্রন বা একজন গর্বিত ফাউন্ডার মেম্বার হউন
আপনার দান বাঁচতে পারে একটি জীবন আর আপনি থাকবেন অনন্তকাল হসপিটালের ইতিহাসে অমর